ইচ্ছে গুলোর পাহাড়ি নদী পেরিয়ে
নীল আকাশে ঊড়ে বেড়ানো মেঘের মত
আমি অনেক দূরে।
শ্রাবন মেঘের দিনে ঝুম বৃষ্টির ঘুম ঘুম দুপুরে
জলকেলির গান বাজে জল নুপুরে
আবার দিগন্তজোড়া মাঠ ক্ষেত পেরিয়ে
আমি অনেক দুরে।
তখনো রাঙা রবির আলোকচ্ছটা ছড়াতে
শ্বেত শুভ্র বনফুলের গায়ে শিশিরের মুক্তো জড়াতে
অনেক খানি সময় বাকি
চাঁদের আলোর রুপালি রুপে হারাবো বলে
সীমান্ত সৈকত পেরিয়ে লোকালয় সব পেছনে হারিয়ে
আমি অনেক দুরে।
রঙিন দিনের ঋন ডাকবে না আর কোনদিন
পিছু ফিরে দেখার সাধ,কমদামী আবেগের বাধ
মানবতার ঘাতক ভদ্রপল্লি তে ফেলে এসেছি
এখন আমি অনেক দুরে।
আকাশ কুসুম গল্পের অবসানে জীবনের গল্প ফুরায়
চোখ মেলে থাকা চাতকিনী বর্ষার জলে স্বপ্ন কুড়ায়
আকাশ, কুসুম আর কুসুমবন
চাতকিনী বর্ষা আমার জীবন
সবাই আমারে ছুটি দিয়েছে জীবনের সন্ধ্যায়
এখন আমি অনেক দূরে।