তুমি হয়তো সুন্দর হয়ে উঠেছ
দখিনা বাতাসের পরশে
বাতাস ছুয়ে যাক তোমায়
শীতলতার স্পর্শে।
আমার ইচ্ছেগুলো শিকেয় তুলে দিলাম
আমি স্পর্শের বাইরে রইলাম।
তোমার রক্ত অধর দোলন চাপার ঘ্রাণে মাখা
কেশ যেন কালো পাখিনির পালক পাখা
কাজল কালো চোখ রঙিন স্বপ্নে আকা।
দূর হতে দেখি কাছে যাব সাধ নাইরে
আমি রইলাম স্পর্শের বাইরে।
আকাশ কুসুম ফোটায় সুখে
কবিতা লিখেছি সাদা মেঘের বুকে
রাত্রি নামাও তুমি ওই কালো এলো কেশে
মন হারালো কোন রুপকথার দেশে
স্বপনে আমার স্বপ্নচারীনি তুমি
তবুও স্পর্শের বাইরে থাকি আমি।
চাতক পাঠায় চিঠি শ্রাবন মেঘের দেশে
কবে আসবে বর্ষা তার রংহীন বেশে
আমি তখনো রোদ্দুর স্নানে রত
আমি তখনো স্পর্শের বাইরে।