আরব্য রজনীর রুপকথার রাতগুলো ফুরিয়েছে
যান্ত্রিক রবির কাক ডাকা ভোরে।
এখন দল বেধে গল্প শোনা হয় না।
ঠাকুরমায়ের ঝুলিতে এখন আর কোন গল্প নেই
সন্ধ্যা ফুরিয়ে রাত আসার ছলে
অথবা শহুরে লোডশেডিংএ
এখন আর গল্পের আসর বসে না।
এখন তারায় চোখ রেখে নভোমণ্ডল
জয়ের স্বপ্ন দেখে প্রজন্ম।
এখন রুপকথাগুলো চিনির মিষ্টির মত কমদামী।