মেঘের বুকে
চাঁদের ভেলা
চাঁদের হাসি
আলোর খেলা।

চাঁদের আলো
পড়ছে ঝরে
রাত বি রাতে
মন পুকুরে।

আলোর কাঁথা
চাঁদ পেতেছে
আলোর খেলায়
মন মেতেছে।

ফুলে ফুলে
বাগান সারা
ভরে আছে
নজরকাড়া।

ফুলের সুবাস
প্রেম মাখা
তারায় তারায়
স্বপ্ন আঁকা।

জোনাক পোকা
পাতার ফাকে
জ্বলে জ্বলে
কারে ডাকে?

একটি মেয়ে
ভিজে সারা
আলো বর্ষায়
পাগল পাড়া।

একটি ছেলে
মন ভোলা
আলো তারে
দিচ্ছে দোলা।

চোখাচোখির
প্রথম দেখা
চারটি চোখে
স্বপ্ন লেখা।

চোখের আলোয়
চোখ জুড়ালো
আলোর খেলায়
মন কুড়ালো।