এই রাত ভালো লাগে
স্বপ্নিল রুপালী রাত,
যে রাতে দাম দিয়ে স্বপ্নগুলো কেনা হয়।
যে রাতে চাঁদ বাজি রেখে রাত জাগে।
এই চাদ ভালো লাগে
ঘুমগুলোকে ছুটি দিয়ে জেগে থাকা চাঁদ
ফিক ফিক হাসিতে রুপালী জোছনা ছড়ায়।
জোছনার আলোর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে।
এই ফুল ভালো লাগে
রজনীগন্ধা আর হেনা জেগে থেকে সুবাস ছড়ায়
প্রেমের বাতাবরণ সৃজন করে।
এই স্বপ্নগুলো ভালো লাগে
রাতের সাথে জেগে জেগে দেখা স্বপ্নগুলো
আবার বাচতে বলে আমায়।
তোমার সাথে জেগে থাকা ভালো লাগে
গল্প কবিতা গানে রাতের ফুরিয়ে যাওয়া ভালো লাগে।