এখন আমায় জীবন আর জীবনের পানে ডাকে না
মহাশ্মশানের মৃত্যুর নিস্তব্ধতা আমায় গ্রাস করে
জীবনের রূপরেখা দেখে ভাবি
মরন অনেক সহজ।
মৃত্যু যেন অমৃত,যেন সঞ্জীবনী
অবশেষে সব ব্যথা হতে মুক্তি দিয়ে
নতুন জীবনের পানে ডাকে।
একটা অন্ধকার জগতে
কিছুক্ষণ অপেক্ষা
তারপর সব স্মৃতি সুখ দুঃখ
বেদনা বন্ধন হতে মুক্তি।
পাওয়ার সুখ না পাওয়ার দুঃখ
ইন্দ্রিয়ের সাথে নিস্তেজ হয়ে
চিত্তকে প্রশান্তি দিবে মৃত্যু।