কে জানত এভাবে আবার হবে দেখা
কেমন আছো তুমি কাজলরেখা??
কতগুলো বসন্ত পেরিয়ে গেলো চলে
আমায় কি এখনো মনে করো ভুলে??
তুমি শুধু বলেছিলে তুমি বদলাও নি একটুও।
কি জানি ছিল সেদিন তোমার চোখে
চোখের তারা গুলি বিঁধছিল খুব বুকে।

এতো বছর পর এভাবে আমিও ভাবিনি কভু
হয়ত এটাই অদৃষ্ট, দেখা হয়ে গেল তবু।
কোথায় সেই ডাগর ডাগর চোখের অপলক দৃষ্টি
আমি কখনোও এভাবে বদলাতে দেখিনি কোন সৃষ্টি।

সেই তো সেদিনের কথা তোমার বাড়ির সামনে
কত রাত কাটিয়েছি অপেক্ষায়।
কত ফুল ফুটতো সেই পার্কে যেখানে
আমাদের রঙিন সময় কাটত অবেলায়।
কখনো দেরি করে আসার অভিমান
কখনো ভুলে যাওয়া কোন গান
তোমার মামা কাকার গল্প যেখানে ফুরত না।

আজ সেই বাড়ি আছে পার্কেও ফুলেরা ফোটে
শুধু সেই তুমি নেই সেদিনের মত আমার।

এভাবে হবে দেখা ভাবিনি কভু
অদৃষ্টের খেয়ালে দেখা হয়ে গেল তবু।

আমার হাতের বাড়ন্ত নখ এলোমেলো চুলগুলো
আবার মনে করাল তোমাকে আমি বদলিনি এখনো।

মনে পড়ে সেদিন যেদিন তুমি বিদায় নিলে
একটুও কাঁদিনি আমি কেঁদেছিলে তুমি চোখের জলে।
প্রশ্ন সেদিন জেগেছিল জানি তোমার মনে
সবই বুঝি ছিল অভিনয় ভেবেছিলে অভিমানে।

যদি সেদিন ঝরায়ে নয়ন বারি
বুঝায়ে দিতাম আমিও কাঁদতে পারি
হয়ত তুমি বুঝতে আমিও ভালোবেসেছিলাম
সুখী হতে কী কখনো???

তারপর তোমার কথা কিছু বল
"ভালো আছি" বলে দীর্ঘশ্বাস চোখ হল ছল ছল।
অশ্রু ছাড়া কিছু দিতে পারলাম না তোমায়
এখন বিদায় বেলা ক্ষমা করো আমায়।