শ্যামল বনানীতে রাত নামে
দিনের শেষে,
বাশ বাগানের মাথার উপর একফালি চাঁদ-
মনে করিয়ে দেয় আজ পূর্ণিমা।
ধুসর খেয়ালে ঘরভোলা এক পথিক
বসে থাকে।
তার মনে খেলা করে জল জোছনার গল্প।
মানুষ ঘর ভুলে যায়
পথ ভুলে না।
গন্তব্যহীনেরও পথ চলা থেমে থাকে না।
আকাশ মাটির পানে চেয়ে থাকে।
চকচকে চাঁদ তার কোলে,
মাটির কেউ নেই।
কোথাও কেউ নেই
সময়ের প্রয়োজনে সময় ফুরিয়েছে
রাত ফুরোয় না।
নীল সাগর ছলছল শব্দে বয়ে যায়
বেলাভূমিতে বেলা ফুরোয়।
দূরে হারিয়ে যাওয়া নাবিক আর ফিরে না।
এসবের মাঝে দিন কাটে
সাগরতলে হারিয়ে যায় সময়
সময়ের প্রয়োজনে।
আবার ফুলেরা ফুটে
ঈশ্বর খুশি হয়
প্রকৃতি তার নিষ্ঠুর নিয়ম পালনে ব্যস্ত।
গন্তব্যহীন পথিক আবার চলা শুরু করে
চাঁদ তার সাথে যায়।
পথিক পথ হারায়
চাঁদ পথ হারায় না।
এই পথ চলা চিরন্তন
পথে ফুল ফুটে আবার ঝরে যায়
পথ চলার ব্যস্ততায় ফুল তোলা হয় না।
সময় বয়ে চলে
সব ভুলিয়ে দেয়ার শপথ তার
বয়ে চলা সময় থেমে থাকে না
সময়ের প্রয়োজনে।