চাঁদনি রাতের সুখের প্রহর কে মাতালো গানে,
প্রণয়িনীর পথের খবর জোনাক বুঝি জানে।
হেনা ফুলের সুবাস মাখা বাতাস ধীরে ধীরে,
বইছে সুখে গানে গানে পাখীর নীড়ে নীড়ে।
স্বপ্ন মাখা রাতের আলোয় শব্দ বাধে সুর
স্বপ্নবিভোর মাতাল মন ঘরহারা বহুদূর
নীল আকাশে রুপালি চাঁদ আলো বিলায় সুখে
ঘুম ভাঙানোর গান শুনেছি দোলন চাপার মুখে।
একটি নদী বইছে সুখে ছলাৎ ছলাৎ ছল
নদীর বুকে চাঁদের ছায়া জলে টলমল।
নদীর বাকে ফুল ফুটেছে হাজার রাঙের মেলা
নদীর বুকে জল জোসনায় ভাসল প্রেমের ভেলা।
কে হাকে ঐ নদীর পাড়ে" ওগো পদ্মা নদীর মাঝি",
কীর্তিনাশার ঘাটে যাব যদি থাকো রাজি।
হাতের কাকন,পায়ের নুপুর দিলাম তোমায় যাও
দোহাই তবু মাঝি বারেক পাড়ে ভিড়াও নাউ।