কাটা তারের বেড়াজালে আটকে পড়া ভালোবাসা
তার সজল চোখের করুন চাওনিতে শান্তনা খোজে।
কাটা তারে ছিন্ন হওয়া দু বাহুর ব্যাথায়,
একফোঁটা জল সিঞ্চনের কি কেউ নেই?

এখন কি কেউ আর ভালোবাসে না?
সুখে থাকার দিন গুলো কি অতীত হয়ে
পতিতার অন্ধকার আলয়ে লুকিয়েছে,
যেখানে প্রতি রাতে মুখ থুবড়ে পড়ে মানবতা?

ভালোবাসা বুঝি এই পৃথিবীতে আর
অরুণোদয় দেখবে না,ফুটবে না সূর্যমুখি হয়ে।
তবুও বলি ভালোবাসি।
নিয়তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিয়া বলি
ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।