আকাশ দিনের শেষে সন্ধ্যা মালতী ফুটানোর আয়োজন করে।
শ্বেতশুভ্র শাঁখচিল ডানা মেলে নীড় পানে।
রাতের পর রাত আসে,
প্রেমিকের কত রজনী বিরহে কেটে যায়।
রুপকথার রাজার কুমারেরা,
জলদেবতার জলকন্যারা
গল্পের আয়োজনে জেগে ঊঠে।
রাত জাগে, চাঁদ জাগে
তাদের সাথে জেগে থাকে কবিতা।
কোন রাজকুমারীর নুপুরের ছন্দের মত,
শব্দরা ঝংকার তুলে
কবির প্রিয়তমা কবিতারা
একটু স্নেহ চায়।
বুকের মাঝে একটু জায়গা চায়।
তারায় তারায় তারা ঠাই চায়
ভালোলাগা ভালোবাসার প্রহরে পাশে থাকতে চায় কবিতা।
কবির কলমে জীবন পায় শব্দগুলো
তারা হাসতে চায়।ভালোবাসতে চায় তোমায়।