আমার উঠোনে রক্তজবা,
তোমার রাজ্যে চেরি।
তোমার তনুতে আমার অনুভব,
ঘুরে ঘুরে করি ফেরি।
চোখ সরসী , উপচায় জলে,
রাখে বিশ্বাস বন্ধক ।
আমার রাগেরা সাঁতার জানে না,
তার সলিল সমাধি হোক।
আগুন আমি, হিম হয়ে যাই
ঝিম ধরা সন্ধ্যায়।
তোমার দেরাজে আমার আত্মা—
শেষ ঠাঁই যেন পায়।