আমার ভয়টা তো হয় ঘরেই-
তুমি বাহিরে শালীন হলে ভাবনা কি যাবে সরে,
থাকতে চাইলেও তুমি আমার হয়ে
ঘরোয়া শকুনের নজর এড়াতে কি ধরে।

কল্পনাতে যে ভেবে দিশে হারা
কতজনা আছে কত ঘরে তাদের ধর্ম কর্ম সারা,
ফ্রিমিক্সিন ভাই বন্ধু আত্মীয় সেঁজে
সুযোগ বুঝে আসবে রঙিন ত্যাজে।
বয়সের উত্তেজনা আর মনের শয়তান ধরলে চেপে
হায়না হয়ে হুমড়ি খেয়ে পড়বে তোমায় লেপে,
তবে স্বাধীনতার নামে তুমি
দিওনা করতে চাষ অন্যের ভূমি।
তোমার একটা কঠোরতম শালিনতা তে
প্রবাস জীবনে কঠোর পরিশ্রমেও ভালো থাকবে সে,
তোমার কিছু নিষিদ্ধ রঙিন আশা কিংবা অবহেলা তে
ঘটে গেলে অঘটন রোজ হাসরে জবাব দিবে কে।

তুমি সব বুঝেও যেনো হয়ে যাও অবুঝের মত
আমার ভিতর এক সাগর অভিমান সৃষ্টি করে ক্ষত,
তুমি ভালো তাই তোমার এত দোষ এড়িয়ে চলার নির্দেশ
তুমি আপন তাই তো সব সুরক্ষা জনিত আবদার তোমার নিকট-নেই তো এর শেষ-
তুমি নিরাপদে থাকলেই এই প্রবাসীর বেস।।