যা দিয়েছো তুমি আমায়-
পারবোনা দিতে তার প্রতিদান,

থাকতে চাইলে আমার প্বাশে-
রাখবো তোমায় যতন করে,

ধর্ম সংস্কৃতি'র বিচ্ছেদেতে-
হবে না মিলন তোমার সাথে,

এই ভেবে ভয় পেয়োনা তুমি-
সব জেনে হাত ধরেছি আমি,

তুমি যদি থাকো প্বাশে-
সংস্কৃতি বদলে দিবো এই ধরাতে,

পুরোহিত আর মৌলভী'রা হয়তো যানে না-
প্রেমে'র মানুষ বিচ্ছেদ মানে না,

সব যদি হয় এক সৃষ্টি'র-
ধর্মীয় বিচ্ছেদে কেনো দিবো দৃষ্টি,

আসো আমরা ভালোবেসে বলি-
প্রগতি'র সাথে তাল মিলিয়ে চলি ।।