না পাওয়ার তরে-হোক সেটা অবহেলার ছলে
যাচ্ছে জীবন-যাচ্ছে সময়-পড়ে বিষন্নতার কোলে,
চোখের নোনা জলে পুঁড়ে-গেছে বুকের জমিন সবটুকু গলে
ফুল ফল কিংবা কোন উদ্ভিদই জন্মাবেনা অমৃত হারানোর ফলে।
সময়ের পরাক্রমে-কোন এক অদৃশ্য টানে-দেখা হয়ে যায়-তোমার প্রাণে
অলীক স্বপ্ন মনে-নতুন দিগন্ত উন্মোচনে-যাত্রা আরম্ভ তোমার সনে,
আগন্তুক দেখা-কল্পলোকে কথা-দৃশ্যপটে ভাবের নীরবতা
অতৃপ্ত হৃদয়ে তৃপ্ত অনুভূত হয়-অজানা এক সুখের ব্যথা।
অপেক্ষায় দেখা-চোখে চোখে কথা-সেথায় ছুটে চলা-আছো তুমি যেথায়
রাতভর একাকিত্বের মাঝে তোমার আগমনে পুলকিত হয় মন-দূর থেকে দূরান্তরে অলীক রাজ্যে ছুটে যায় তোমার সন,
এ যেন জ্যোৎস্না ভরা রাতে ১৮ কিংবা ২৮ এ পূর্ণচাঁদের আগমন
মুগ্ধ আমি-স্নিগ্ধ তোমার সৌরভ-পেয়ে বাতাবি লেবুর ঘ্রাণ-মুগ্ধ আমার মন।।...................!!