ভাবতে অবাক লাগে খুব
কি দোষেতে কাদাও মোরে
উদ্দ্যেশ্যহীন করো জ্বালাতন
তবুও ফিরি তোমার দুয়ারে
কিদোষেতে কাদাও আমারে ,,,,,,
ভাবনায় খুজি সেদিনের স্মৃতি
কাছে থাকার আকুতি ভরে
তোমায় নিয়ে ঘর বাধিবো
সুখী হবো প্রেমের অভিসারে
কি দোষেতে কাদাও আমারে,,,,,,,,
প্রথম দেখার সেই দিন
বলেছিলে আমায় চুপটি করে
দেবেনা কষ্ট তুমি আমায়
ভালবাসবে তুমি হৃদয় ভরে
তবে কি দোষেতে কাদাও আমারে
ছিল স্বপন রাখবে আপন
বাধভাংগা উল্লাস করা ঝড়ে
বলেছিলে হাতে রেখে হাত
যাবেনা কখনও আমায় ছেড়ে
তবে কিদোষেতে কাদাও আমারে।।।।।
কষ্টদের ভীড়ে খুজি সুখ
গাই গান মনভাংগা সুরে
আপন মনে অজানা দোষে
নাপাই ঠাই তোমার ঘরে।
কিদোষেতে কাদাও বন্ধু আমারে,,,
যখন তুমি হাসতে অবাক করা ঠোটে
হৃদয়ে ঝড়ে মন ভিরাতাম তোমার প্রেমঘাটে
আশায় থাকতাম তুমি মনে দিবে ঠাই
দুজনায় মিলে হারিয়ে যেতাম অজানায়
পাখির মত ছোট্ট নীড়ে গড়তাম সুখের হাসি
চিরচেনা তুমি সাজানো বাগিচায় ফোটা ফুলে
সাঝতে তুমি সদ্যফোটা পদ্মকানের দুলে
যখন তুমি আসতে হেটে দুলে দুলে
নুপুরের শব্দে হারিয়ে ফেলতাম পথ মন ভুলে
তখন তুমি হতে অট্ট হেসে কুটিকুটি
ঠোটে গোলাপভরা আচ্ছন্ন চোখ দুটি
এসব কল্পনায় মেখে আনন্দে করি অশ্রুমোচন
জানি তুমি বুঝবেনা কোনদিন আমার দুর্বচয়ন
অবাক হই যখন দেখি সবি নিছক কল্পনা
হবেনা জেনেও আশায় থাকি মিছে জল্পনায়
যদি হয় প্রেমের খেলায় আমুল পরিবর্তণ
নিজে ধন্য হয়ে এইমন হতো সমার্পন দেখতে তুমি আমিও পারি ভালবাসতে
যদি ভাবনার মত আমার দুয়ারে আসতে