হলদেটা সবুজের বুকে একটুকরো গল্প হয়ে করেছে মোহের সৃষ্টি
অবচেতন মনে গল্পগুলো থমকে দিয়েছিল দৃষ্টি
অবাক চোখে দেখেছি সকল তার অপরুপ চিত্র
ভুলে গিয়েছিলাম কেবা পর কেবা মিত্র
সকলে মিলে রচিত করেছি ক্ষনিকের সুখ
ভুলে যাই সবে জীবন সমুদ্রের আছে যত দুখ
হলুদের ছন্দে নেচেছে মন যেন পাশের বাড়ির সখা
মধু সন্ধানে আগত মৌমাছি গুলোও মেলেছিল পাখা
বলেছি কথা, আনমনে ছুয়ে দেখেছি প্রেমকলির হাত
যতবার দেখেছি ততবারই হয়ে গেছে মম মন বেহাত