হায়রে দুনিয়া, যাচ্ছি শুধু শুনিয়া
জবাব দিবো পরে, টনক যাবে নড়ে
সেদিন নয় দূরে, সময় আসবে ঘুরে
শুধু অপেক্ষার পালা, পড়াবো সত্যের মালা
দেখবে সেদিন চেয়ে, জল পড়বে কপোল বেয়ে
শুন্য হবে আকাশ, কান্নার শব্দে ভারী হবে বাতাস
করবে আফসোস মনেমনে, চিতকার করবে ক্ষণেক্ষনে
তখন আমি বহু দুরের পথে, ছুটে চলবো ডানপিটে রথে
পিছন ফিরে তাকানো নয়, মনে থাকবে হৃদয়ের ক্ষয়
শুধু অগ্রপানে চেয়ে, সকল বাধা বেয়ে
দিবো পাড়ি,নিয়ে উল্কা বেগের তরী
নেইকো তখন ভয়, করতে কিছু জয়
শুধু বেচে থাকার লড়াই, নানান চড়াই উতরাই
থাকবেনা অভাব, হারাবেনা স্বভাব
দূর হইতে দেখবে চেয়ে, পেট পুরে না খেয়ে
থাকবে আশির্বাদ জীবন ভর, পেয়োনাকো কোন ডর
থেকো তোমার মত, যে কারণে হয়েছি ক্ষত
সে তখন অনেক দূরে, সুখে থেকো তবে ঘরে।