স্বার্থের দন্দে মন্দ আমি ঠিকানাবিহীন
ঘৃনায় অবনমিত মন ভাবনায় অমলিন
সেকালের চির আপন আচমকাই হলো কঠিন
স্বার্থের বেড়াজালে বন্দীগৃহে শুনছি ভয়ংকর বীণ
বীনার শব্দে ভয়ংকর যন্ত্রনায় ছটফট করে মন
ছুটে চলা পথ রোধ করে কেড়ে নিলে মোর ধন৷
ধনে, মনের অহংকারে কাটবে কেমনে জীবন
অবুঝের মত ঝড় হাওয়ায় হৃদপিন্ডে করে দহন
স্বার্থের কড়ালগ্রাসে বিলীন যেন মৃত্যুই সমাধান
অশনিকেতে কেপে ওঠে মনের জমিন ও আসমান৷
দাঁড়িয়ে ওঠে দেহের প্রতিটি শিরা লজ্ঝায় ঢাকি মুখ
এই কি ছিল জীবন সংসারের চিরদিনের সুখ????