চলছে দুর্ভোগ, কঠিন হচ্ছে দিন
কবে হবে পরিত্রাণ সময় হচ্ছে ক্ষীণ
দুর্ভাবনা কুড়ে কুড়ে খায়, দেহের প্রতি অংগ
দুঃখই এখন চিরমমতার,সুখ হয়েছে ভংগ
কেবল প্রাণেই মরিনি, মরে গেছে মম মন
অশনিসংকেতে জীবন দুর্বিষহ সর্বক্ষণ
নির্বিচারে চলছে অপমান আর নিষ্ঠুর অত্যাচার
নিরর্থক মিথ্যে বাগ্নিতায় সত্য হচ্ছে নির্বিকার
দুর্বলেরে ঝান্ডা মেরে সুখ খোজা যেন নেশা
দেখে মনে হয় কত! ভাল, কত ভালো বেশভুষা
রুপেও নেই গুনেও নেই মুগ্ধতা, আছে মুখের ভাষাখানি
স্বার্থে টোকা পেলে ফুটে শ্রীহীন মুখে বিশ্রীবানী
মিথ্যে কটাক্ষ ছড়িয়ে, উচ্চারণে উচ্চাংগ বাড়িয়ে নকলকে আসলের রুপে বানিয়ে জয়ের মাল্য ছিনিয়ে
ইনিয়ে বিনিয়ে পর্বতসম অনুযোগ জমিয়ে
সত্যকে মিথ্যের ঝুলিতে পুর্ণতা পায় দমিয়ে৷
চিরচেনা রুপে আবার হলো দেখা
ভুলেই যাই এই তুমি ছিলে মোর সখা
বজ্রহুংকারে প্রকাশিত হলো ধুর্তবানী
মারতে নাকি শোনাবে এখন অস্ত্রের ঝনঝনানি
চলমান