কিছু কথা বলার মত না
কিছু কথা অব্যক্ত ছলনা
যখনই ভেবেছি বলে দিবো সব
বিবেকের বাধায় থেকেছি নিশ্চুপ
কখনও ভুলেছি হৃদয়ের আকুলতা
কেদেছি নিরবে সইছি ব্যাকুলতা
কিছু কথা ছিলনা বলার মত
তবুও বলেছি,হৃদয় হয়েছে ক্ষত
দখিনা হিমেল হাওয়া বইছে দেহে সারাবেলা
কইছে কথা আনমনে গলায় দুখের মালা
কিছু কথা ছিলো কল্পোলোকে
বলতে গিয়ে চোখ মেলেছে অপলোকে
চাপা ক্ষোভ ঢাকা পড়েছে অবলীলায়
কাপা কন্ঠে ঠোট নেড়েছে বসন্ত বেলায়
তবুও হয়নি বলা বয়সের ভাড়ে
অব্যক্ত ছলনা গুলো আঘাত করে হাড়ে
আঘাতে আঘাতে ন্যুজ নতজানু হয়ে
একদিন চলে যেতে হবে মৃত্যু যন্ত্রনা সয়ে।
-প্রকৌশলী আলতাফ হোসেন