আকাশটা আজ শুভ্রনীল
উড়ছে বলাকা উড়ছে চিল
শুকনো কাদায় ভরা বিল
সূর্য তাপে মনে অন্ত্যমিল
বইছে বাতাস উষ্ণ বিলাসে
দুঃখ ক্ষুদায় ক্লান্ত উপবাসে
সুখ অধরা এই নরকবাসে
জ্যান্ত কুড়েঘর যেন মৃত পরবাসে
এই বিষেদের ছায়া নীল
দু নয়নে ক্রন্দনের ঢিল
ভাংছে জগত ভাংছে দিল
মনেতে নেই অন্ত্যমিল
মেঘের গনঘটা নেই আকাশে
মন চিরে যায় ভাব প্রকাশে
সুখাঘাতে ফিরেনা দেহ স্বকাসে
জ্যান্ত কুড়েঘর যেন মৃত পরবাসে৷
চলিতে চলিতে পেরিয়েছি অনেক পথ
এই বুঝি শেষ হয়ে যায় জীবনের রথ
কখনো জীবন মনে হয় গভীর কৃষ্ণ রাত
তখন ঘুমাচ্ছন্ন দেহে মনে হয় মৃত্যুর উৎপাত
বিমুঢ় হৃদ তরংগের দোলাচলে তখন নিসংগ আমি
পৃথিবীর টানে তৃষ্ণায় খুজি অমিয় সুধা পানি৷
লক্ষহীন জীবন্ত নরকের মাঝে লুকোচুরি খেলা
লাগে না ভালো যেন মরিয়াছে অস্তগামি বেলা