পুড়ছি তবে গন্ধহীন,
উড়ছেনা ছাই আকাশে
জলছি দিবানিশি
নিভছে না ঝড় বাতাসে
ভেংগে হচ্ছি চুরমার
পরিবর্তণ নেই দেহে
অসীম যন্ত্রনায় করি ছটফট
ঘোরে আচ্ছন্ন মোহে
বিকট শব্দে
ডুকরে কাদে মন-হৃদয়
বাস্তবিক আওয়াজ নেই,
নেই কোন ক্ষয়
জ্যন্ত সমাহিত হই
ভবের কুড়েঘরে
হয়ত নিভেনা জীবন প্রদীপ
এমন মরনের পরে