পুর্বে দিগন্তে সত্যের সূর্য উদিত হবে একদিন
সেদিন ছুটে চলবে ঘোড়া দুগন্ত জোড়া মাঠ পেড়িয়ে
খুজতে গিয়ে ফিরবে শূন্য হাতে দেহের শক্তি ফুরিয়ে
শব্দ যাবে কোথা,চোয়ালের দন্তগুলো যাবে হারিয়ে
বেলাশেষে উদিত সূর্য পড়বে তখন ঝিমিয়ে।
ঘুমন্ত সে সুর্যের উত্তাপ পরবে মনের কিনারায়
দুহাত বাড়িয়ে সময়ের পিছনে রইবে দাড়ায়ে
নেতিয়ে যাবে তেজ,দীপ্ত হবেনা পৃথিবী তাঁর মায়ায়
রক্তের উষ্ণতায় দিবেনা ঠাই মনের অন্তরায়।
সতেজ সুর্য কেবল ফুল কলিদের জন্য
অতি উষ্ণতায় পরবে নুয়ে বাচাতে হই হণ্য
লুকিয়ে কাদি আর আড়াল করে হই বন্য
শক্তিতে তাই দুর্বল ভেবে আপনেরে করি গণ্য।
তাই বলে ভেবোনাকো শক্তিতে তুমি সেরা
প্রকাশে বাধা কলিদের ভেবে,তারাই চারপাশে ঘেরা
আগলে রাখতে উচিয়ে বাঁধি মমতার বাধন বেড়া
কখনওবা কলিদের হৃদয়ে দেখি আমার হৃদয় ছেড়া।
নিজেকা তাই ক্ষুদ্র ভেবে করিনাকো বড়াই মিছেমিছি
জমিনে তরে দুর্বল আমি খেলছি কানামাছি
স্বার্থের কাছে বিপন্ন মানবতা করছে নাচানাচি
সত্যের সুর্য ঊঠবে জেগে মরনে থাকবো বাচি।
পাদটীকা পড়বে জীবন সায়ণহে এসে
দুঃখ তুমি দাও হে তুমি চোখ উচিয়ে হেসে
যেতে হবে একদিন তোমারও, কাফনের বেশে
মিথ্যার কারিগর হও যতই সত্যে যাবে ফেঁসে।
কারিনাকো ভয়, কাজের মাঝে খুজি শান্তি
তুমি ভাবো দুর্বল আমি,ভুলে যাও এ ভ্রান্তি
পাবে তুমি হৃদে সুখ, চিত্তে পাবে শ্রান্তি
নইলে মিথ্যের আবডালে দেহে আসবে ক্লান্তি।