জীবন ডুবেছে উপচে পড়া জলে
অথৈ সে জল পড়ছে বেয়ে গলে
জীবনের হাসি ভাসে সেই ঢলে
অশান্ত বিবেক ঝিমিয়ে যায় কোলে
পারিনা কিছুতেই মনকে বোঝাতে
কোন মিল নেই তোমাতে আমাতে
একেমন সম্পর্কে আছি ধরাধমে
ভরা তিক্ততায় হৃদয়ের আর্তি জমে
অচেনা হয় কিছু দাম্বিক অহংকার
এরই মাঝে বেচে থাকা যেন অলংকার
এ বাচা নয়তো বাচা ক্ষনিকের তরে
সুখী হতে চাওয়া ছিল জীবন ভরে
হয়ত পেয়েছি অদৃশ্য সুখের আবেশ
অবুঝের মত হারিয়ে ফেলেছি অবশেষ
অন্ধকারাবৃত হয়েছে সুখ মেঘের আড়ালে
যায়না পাওয়া অতি সহজে দু'হাত বাড়ালে
ভীষনভাবে নাড়া দেয় সুখ ছন্দের গীতি
কেন এমন হয় তোমার আমার পিরিতি
সব কালোমেঘেই ঝড়েনা বৃষ্টির জল
জীবনের এই শুভ্র মেঘে একোন দুখের ঢল?
সীমাহীন কষ্ট লুকিয়ে রাখি দুচোখের কোনে
আসে যদি অমোঘ সুখের দেখা কোন ক্ষণে?
বিধির খেলায় বেধেছি বুকে পাথর
কখনও বা থামবে অসুরের ঝড়
এক ফালি চাদ দেখা যাবে পুর্বগগণে
বসন্ত আসবেই কোন এক ফাল্গুনে
তামাটে রং হবে স্বর্ণের মতো উজ্জ্বল
নামবে সুখের স্রোত শব্দে কলকল৷
তুমি আমি দেখবো পুর্ণিমার রাত্রী
তারারা তখন যোজন দুরের যাত্রী
ইশারায় ডাকবো আয়রে চাঁদ আয়
বসে আছি তোর আশায় আপন গায়
পান সুপারির ডালায় চুন কচলে মুখ লাল
সাগড় মাঝে উড়াবো সুখের তরীর পাল