দুখের ভেলায় চড়িয়া খুজিতেছি যে সুখ
সে সুখের নেশায় জীবন করিতেছি নিঃশ্বেস
তবুও পাইলামনা তারি দেখা মনের অগোচরে
তবে একোন নেশায় হৃদয়ে হইতেছে দহন অগ্নীলীলায়
হ্রদয়ের কোন আগনের লেলিহান শিখা জলছে অবিরত
কিছু কর্ম তৃষ্ণার্ত করিতেছে বারংবার বুভুক্ষের মত
দাড়কাকের মত খা খা নেত্রে চাইছে জলের খোজ
তাই এক মুঠো রৌদ্দুর হাতে নিজেকে বিবেকহীন মনে হয়
আর কত? মৃত্যুর আলিঙ্গঙ্কে এখন সঅময়ের শিকলে বেধেছি
ক্ষীণ সময় কত আছে  বৈ বাকি
জীবনের অতীত পুরোটাই ফাকি
কিছু নেই হিসেবের ঝুলিতে রাখা
শুধু একরাশ ভূল কালোধোয়া মাখা
কিছু দিন বাচা শুধু দিনক্ষণ গুনি
আর সময়ের স্রোতে বেদনার গান শুনি
দোষত্রুটি বঞ্চিত  নই তুমি আমি কেহ
একা প্রবঞ্চনা সইছে মন, সয়ে যাচ্ছে দেহ
ঠিক এইভাবে আর কত পথ দেবো পাড়ি
মন চায় যেতে দুরে সব কিছু ছাড়ি।


রৌদ্রতাপে শরীর উত্তপ্ত বইছে জল চুয়ে
কর্মক্লান্তি গুচে নীরে ফিরে প্রশান্তি খুজি গান গেয়ে
প্রশান্ত বিকেলে চারি দেয়ালে ভেদিয়া বেলকোণির ফাক বেয়ে
নীল আকাশের মাঝে কালোমেঘ আসছে ধেয়ে
কাপছে হৃদয় মনের অবক্ষয় ভাবাবেগে ভরা ভুল
উঠছে ঠেউ দুখের সাগড়ে ভাংছে দুই কূল
ছুটে চলা তরী দুলছে উথাল পাতাল
দিতে পাড়ি সোনার তরী  ভাংছে ঢেউয়ের তাল

বারো বছর আট দিনের হিসেব

ঠিক বারোটার কাটা ঘন্টা দেবার কিয়ঠক্ষণ আগে
হঠাত মেঘের গর্জন উঠলো আকাশের মর্গে
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো কিছুদিন হতে
কখও রৌদ্রের তাপদাহ ছিলো সাথে
পঞ্চিভূত হচ্ছিল মেঘের ঘনঘটা ধীরে ধীরে
ঈশাণ কোনে ভেসে বেড়ানো পাখি ফিরছিলো নীড়ে
বজ্রমেঘ সাথে বায়ু চাপ এই দুই মিলে
ধুলিময় হচ্ছিল পৃথিবীর জমিনের দিলে
ঈশানি বাতাসের তীব্রতা, চুরমার করছিলো হৃদবৃক্ষের ডালে
সইছিলো আঘাত,প্রতিঘাতের ধবনি
এই বুঝি হয়ে যায় নিঃশ্বেস  বিদায় ধরণী
মৃত্ উপাত্যাকায় শিকরের জোড়ে টিকে বারেবার
ঘুরে দারাবার তরে ভুষ্ম হৃদয় হয় ছাড়খার
নেমে আসে ঝড় কেপে উঠে দেহ
কোথায় পৃথিবীর যাচ্ছে জানলিনা কেহ
যুগের সম উষ্ণ বাতাস আজ বদ্ড সবল
উষ্ণ হচ্ছে মরু ঝড়ছে লতা গুল্ম তরু
এই বজ্রের নিধন হয়ে যায় শুরু
চেষ্টা অবিরত সামলে টিকে থাকার লড়াই
বহুদিনের হিসেব মেলাতে বজ্রের চড়াই উতরাই
আজ বুঝি শুণ্য হিসেবে যোগ হচ্ছে কিছু
থামার কোল উল্লাস নেই, চলছে  ঝড় পিছুপিছু
দেহমনে ভয়ংকর আবেশ ঠোট যাচ্ছে নেচে
এই বুঝি ধরণীর বুকে খসে যাবে কঠি বজ্রধবনী
ছিন্ন হবে পৃথিবী, ছিন্ন হবো তুমি আমি শুনবো অমিয়বানী

এখন হতে তুমি আমি যারযার
তুমি থাকো আমাকে নাই দরকার।

২০/১২/২০২০ খিঃ