এই পৃথিবীকে আমি ভালবাসিনা
কারণ
শুধু বেচে থাকার প্রয়োজনে
মুল্যহীন বেচে থাকা
শুধু সামনের দিনের জন্য হাটা,
যে পথের অলিগলি বাকা
শুধু কিছুটা সময়ের প্রয়োজনে
যে স্বপ্ন রয়েছে হৃদয়ে আকা
শুধু কিছু দুর এগিয়ে যেতে
ঘুরাই জীবনের চাকা
শুধু রংগীন পৃথিবীর আহব্বানে
ঘুরে দেখি বিরামহীন ফাকা
গভীর নিশিথে আসেনা ঘুম
বাইরে বহেনা বৃষ্টি ঝুমঝুম
নেই হিমেল হাওয়ার শীতলতা
তাই একা বসে কাটাই মৌনতা
রাতের গভীরতায় নিজেকে খুজি
কখনও ভাবতে গিয়ে চোখ বুজি
এসেছি এধরণীতে যেমায়ের কোল জুড়ে
আধ বন্ধ চোখে দেখি তিনি বহু দুরে
রাত্রির শেষ প্রহরে জোনাকিগুলো পরেছে ঘুমিয়ে
ভোরপাখিরা ঘুমের আচ্ছন্নতায় গিয়েছে নেতিয়ে
ঘুটঘুটে কালো অন্ধকারে অই দুরের আকাশ
একটুও বিরামে নেই পৃথিবীর বুকে সুখের বাতাস
বেলকনির গ্রীলে বন্ধি আমাতে বইছে পিনপতন নিরাবতা
যেসুখের জন্য হন্য হয়ে ভেংগেছি চির মায়ামমতা
সেসুখের ঘরে ঠুনকো কারনে ভাসে ভাংগনের সুর
অনুশাসনে কুজন হয়ে নিজেকে রাখি বহুদুর