তুমি কেনো দুর হতে আমায় করলে স্মরণ
আমি চোখ বুজে ভাবছি, কেমনে করবো বরণ
তোমায় ফেলে এসেছিলাম অকারণ
তখন রাতের ঘুমেও হৃদয়ে হতো জাগরণ
এখন আমি নেই আর আগের মতন
রেখেছি বেধে নিজেকে অতি যতন
তবুও তোমার আগমনি বার্তায় হৃদে উঠেছে ঢেউ
আড়ি পেতে শুনি বাতাসের গায়ে এসেছে কেউ
নিদারুন ভিটে হারা ছন্নছাড়া হয়ে খুজেছি কত
তুমি কি জানো সেকথা লেখা আছে যত?
জানোনো মোটেও, তুমি তো ছিলে বড্ড অভিমানি
আমাকে ভুলে গিয়ে নিশ্চুপ ছিলে কেনো সেও জানি
তবে কেন হঠাৎ ফিরে এসে দুর হতে ডাকছো ইশারায়
আর ফিরে যেতে চাইনা তোমার নেহায়েত আস্কারায়
থাকো তুমি আগের মতই যখন চেয়েছি তোমায় আমার গন্তব্যে
তখন আমি হচচকিয়ে যেতাম হরহামেশা অবাঞ্চিত মন্তব্যে
এই আমি এখন অনেক ভাল আছি এই ভেবে পার করি বেলা
দেখতে চাইনা আমি আর অবহেলা আর অপমানের খেলা।
অসম্পূর্ণ ।