আমার শত ইচ্ছে গুলো
ফিংগে হয়ে উড়ছে আকাশে
আমার ইচ্ছের ঝড়াপাতা গুলো
পাখির মত উড়ছে ঝড় বাতাসে
পারিনিতো রাখতে কাছে
এই শহরে আমার ইচ্ছে গুলোকে
ঘুরছে দূরে পর করে
চোখের নীচের অক্ষি গোলকে
এই শহরের যতনে গড়া ইচ্ছে গুলো
ঘুমিয়েছে অবচেতন মনে
কোন শব্দই আর কানের গহব্বর
ভেদ করে জাগায়না অসাবধানে
এই শহর ছেড়ে ইচ্ছে গুলো
কাদছে বিরক্ত হয়ে
পরজীবি হয়ে দিনের পর দিন
যেনো যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
এই শহর আর ভাল লাগেনা
কারণ ভাল লাগার যা কিছু আছে
তার সবটাই মুখোশের আড়ালে
মুখ ডেকে দুষছে সবে পাছে
এই শহরের অলিগলি আমার কাছে
আজ বড্ড বেমানান বেসামাল
দুরন্তপনার সেই ইচ্ছে গুলো
নিতান্তই একপেষে পেতেছে জাল
এই শহরে আমার ইচ্ছেগুলো
গহীন অরোন্যে উপোসে ক্ষুদার্থ
খরকুটার শিল্পে ঘর বেধে
নিয়তির আলোয় হচ্ছে চরিতার্থ
এই শহর তাই বড্ড একঘেয়ে
ষ্ট্রীট লাইটের রংগীন আলোতে
নিজেকে বড্ড বিদ্ধস্ত লাগে
বিশেষ করে রাতের নির্জন কালোতে
এই শহরের ধুলিমাখা পথে
নিজের ইচ্ছে গুলো মিশিয়ে দিয়ে
নির্বাক চোখের আমি উদবাস্তু
চলছি ইচ্ছেঘুড়ির সাথে৷