সব কিছু ধূসররঙের প্রলেপে ঢেকে গেছে
হৃদয় খা খা রৌদুর যেনো চৌচির এক ফসলের মাঠ
কালের বিবর্তন আর আমি যেনো একটি বাক্যাংশ
ছন্দহীন আবহে বিশাল আকাশের নীচে একটি বিন্দু
অন্ধকার আর আলোর মিছিলে বিবর্ণ কুন্ডলি
ধুমকেতুর মত হঠাৎ জ্বলে উঠা অগ্নি স্ফুরণ
বিদগ্ধ দহনে আস্ফলিত নিস্তব্ধ হাহাকার
মেঘপুঞ্জিকার ধারায় বর্ষনের অপেক্ষায়
পিপাসার্ত কালো দাড়কাক যেন ডাকছে পিছনে
হঠাৎ কোন আলোক বর্তিকার চেনা সুরে
পাখির ডাকে ভাংগা ঘুমাতুর চোখ যেন ধূসর
বিষন্ন গোধুলির আলো-আঁধারের আবছায়া
হারিয়ে ফেলা অতীত ভুলে নিশাচর পাখির মত
গহীন রাত্রি আচ্ছাদন করে বাধ ভাংগা উল্লাসে
অজস্র পথভোলা স্বপ্ন মৃত্যুঞ্জয়ীর আনাগোনা
পালাবার হেন পথ নেই সেথায়,এক মৃত্যুপুরী
বেচে ফেরার তাগিদ ও তেমন নেই
শব্ধ রন্ধ্রে ঢাহুকের আনাগোনা যেনো
অস্পর্শী-বিমূর্ত কালো মেঘবৃষ্টির সঞ্চার
ঘর্মাক্ত পিঞ্জরাস্থি একটুকু বসে নেই
কিঞ্চিত সুখান্নেষন যেন  রচিত মহাকাব্য.

#আলতাফ#