বুঝলেনা তুমি আমায়
অবেলায় এসেছি বলে
দুঃখ নেই তাতে একটুও
যাবো তাই দুর অজানায় চলে

বুঝলেনা তুমি আমায়
আমার বসন্ত নেই বলে
সীমাহীন চাওয়া নেই একটুও
দু:খ পাবো না বুঝে সরে গেলে

বুঝলেনা তুমি আমায়
গায়ের চামড়া কুচকানো বলে
ভালবাসার কমতি ছিলনা একটুও
অবহেলায় আমায় দিলে ঠেলে

বহুবছর খুজেছি তোমায়
চোখের প্রতিটি পলকে
তোমায় দেখেছি স্বপ্নঘোরে
ঘুমোট অন্ধকার কিংবা আলোকে

বহুবছর খুজেছি তোমায়
আমার চলার প্রতিটি পরতে
তোমার ছায়ায় শীতল খুজেছি
হাটাপথে, চারপৃথিবী ঘুরতে

বহুবছর খুজেছি তোমায়
আমার প্রতিটি নিঃশ্বাসে
তোমার দেখা পাবো বলে
হাল ছাড়িনি আমার বিশ্বাসে

বহুবছর খুজেছি তোমায়
আমার দেহাংগের প্রতিটি কোনে
খুজতে গিয়ে ফেলেছি চোখের জল
আনমনে ঘুরেছি বৃন্দাবনে

বহুবছর খুজেছি তোমায়
আমার জীবন বর্ষার ঘনঘটায়
ভিজেছি নিরব দুখের ভেলায়
জীবন বইছে উজান ভাটায়

বহুবছর খুজেছি তোমায়
আমার শিশির সিক্ত হৃদয় কুঞ্জে
ভিটে হারা মায়ার বদনে
গাই গান বসে আপন গুঞ্জে

বহুবছর খুজেছি তোমায়
আমার স্বপ্নবীনার সাজে
আকুল পিয়াসে হারানো বেদনে
গাট বেধেছি জীবনের ভাজে ভাজে

বহুবছর খুজেছি ,, কিন্তু
আমার হৃদয়ের ক্রন্দন পাওনি শুনতে
শত ক্রন্দনে আকাশ হয়েছে ভারী
আমার মৃত হয়েছে দিনমাস গুনতে

বহুবছর খুজেছি তোমায়
আমার অবসর বেলার নিরানন্দে
উৎসব প্লাবনে তাই হয়নিকো দেখা
নেচে গাওনি গীতাঞ্জলী ছন্ধে।

বহুবছর খুজেও তোমায়
আমার হয়নি বলা জীবনের গল্প
জিইয়ে রেখেছি নাটকের শেষ দৃশ্য
না বলা দুটি শব্দ  নিছক অল্প

বহুবছর পর খুজে পেয়েছি
আমার একাকিত্বের সংগী রাত্রীবেলায়
তোমার তরে দেখেছি পৃথিবী আলো ঝলমল
স্বপ্ন বুনে হই রংগীন জোনাকির  আলোয়

আলতাফ