বেদনার নীল রংয়ে
তোমার নামে যে পাথর বুকে একেছি
তার নাম ভালবাসায় মোড়ানো পরশ
যার ছোয়ায় হৃদ ভুমি হয়েছে ধন্য
আর একসুতোয় গেথেছি
স্বপ্নিল আগামির স্বপ্ন।
দিনের কথালিপিতে যতই ভাবিয়া বসি
অভিমানের দরজায় কষ্ট মাখিয়া পর করিবো যারে,
দিনশেষে তার সাথে কাধ মেলিয়া আপন করি তারে
এই আপনের লাগি হৃদয় ভাংগিয়া যখন হয় ছিন্ন
তখন মনের গহিনে একচিলতে সুখ হয় জীর্ণ
আশায় ঠাই হয় অগনিত দুখের ভেলা
দেখি পৃথিবীময় অশান্ত এক খেলা।
কষ্টেরা দিনভ্রম ঘোরে আর ডানা ঝাপ্টায়
খুজে ফেরে সুখ একলা বিষন্নতায়
দিবা শেষে রাত্রিতে নীড়ে ফেরা দেহে
ক্লান্ত অবসাদে ভীড় জমায় অবগাহে


যে দেখা হৃদয় হতে হয়না
সে দেখায় মন জুড়ায়না।