সময়ের স্রোতে নিভু নিভু পথচলায়
খুজি আমার আমিকে, হারিয়েছি যা হেলায়
হয়ত হারিয়ে যাবো,কখনও অজানা পাঠশালায়
যেখানে আগন্তক হয়ে করবো বিচরণ চড়ে ভেলায়।
লক্ষ্যহীন পৃথিবীতে আজ আমি বদড অসহায়
চলছি পথে হেঁটে হেঁটে মাঠে ঘাটে আমি মৃতপ্রায়
কখনও মনে হয় জ্যান্ত পুতে রাখি কোন বন্দীশালায়
যেখানে শূন্য আমি আমাকে ডুবাই মরণ ব্যর্থতায় ।
বিধ্বস্ত অনাবৃত হৃদয়ের গহীনে বাজে করুণ সূরের মূর্ছনা
যেখানে যায়না দেখা পুর্ণিমার রজনীতে ভরা জ্যোৎস্না
সেখানে প্রদীন জালিয়ে খুজি জীবনের ভগ্নাংশ জানা অজানা
মেলাতে ব্যর্থ হই বারেবার, শূন্য হস্তে হয়েছে বহু ধারদেনা।
কখনওবা আমার আমিতে হৃদয়ের কাছে গিয়ে বসি
বলি, কোথায় কোন কাননে হারিয়ে গেলো জীবনের হাসি
এর চেয়ে মৃত্যু শ্রেয়,সহসায়,দিয়ে মোরে ফাঁসি
শান্তির ঘুমে ঘুমাতে চাইই,হে দয়াময় করো মোরে তোমার দাসী ।
চিন্তার আবেগ আজ ঠুনকো শান্তিহীন
তবুও কোথায় আটকে যাই বারেবারে স্বররপ ধংসে বাজে বীন
অজানা শংকায় চির অমলিন কাটে বিবর্ণদিন
বেলা শেষের গানে হারিয়ে ফিরি দুরপানে পাতি দুরবীন
দেখা আছে কিনা বাকি আর কটা দিন।