সুখ দুখের আরও একটি বছর গেলো কেটে
কিছু স্বপ্ন কিছু প্রশ্ন রয়ে গেলো সর্বমোটে
কত স্বপ্ন মনে দিয়েছিলো দোলা
কত প্রশ্ন জন্মেছিলো দুয়ারে আধখোলা
কত আনন্দ বেদনায় ভরা ছিল জীবন
কতইনা কঠিন ছিলো পুর্ববছরের দিনক্ষন
কত জল্পনার হয়নিকো আজও অবসান
কত কত কল্পনার রংয়ে রংগীন হয়নি আসমান
কত হিংসা কত বিদ্বেস উড়তে দেখেছি বাতাসে
কত ক্রোধ চেপে ধরেছি মনে লক্ষ উপহাসে
এই কত না হওয়ার বেদনায় জীবন ছিল নীল
হাজারো সুখের ভেলায় দুঃখ ছিল মধুর অনাবিল
পংক্তিমালার সুখ দুখ হাসি কান্না,আনন্দ বেদনা ঘুরে
আবার এসেছে বোশেখ বাংগালীর ঘরে
শুভ হউক নতুন আমি আপনি আপনার
শুভ হউক দারিদ্রপীড়িত আপামর জনতার
হিংসা বিদ্বেস ভুলে পুরাতনকে পেছনে ফেলে
এগিয়ে যাক নতুন সঞ্চারিত হউক সর্বভুলে
ঘুচে যাক জীর্ণতা যত ছিল জমা
ছিলো যত রাগ অভিমান, হউক তব ক্ষমা
নতুন বছরের প্রতিটি দিন মনে দিক দোলা
কাটুক সময় হাসুক সবে দিল-মন খোলা
অবসান হউক সকল কুটচাল পৃথিবির তরে
নিশ্বাস নিক বিশ্বময় সকল প্রাণীসংকুল প্রাণ ভরা
এই নববর্ষের এই হউক পন
সুখী সমৃদ্ধ হউক সকলের মন৷