মধ্য যুগের ইতিহাসে যত বাঙালি মনীষী কর্ম ও কীর্তির জন্য অমর হয়ে আছেন, তাদের মধ্যে সবচেয়ে কম পরিচিত ও আলোচিত হচ্ছেন পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি রামচন্দ্র। অতীশ দীপঙ্কর যেভাবে তিব্বতে বৌদ্ধ ধর্মের পুনঃজাগরণে অবদান রেখেছিলেন, বা আলাওল যেমন আরাকান রাজসভায় মহাকাব্য রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন; রামচন্দ্রের জীবন ও অবদান সে রকম রোমাঞ্চকর বা ব্যাপক না হলেও কোনোভাবেই নগণ্য নয়। রামচন্দ্র বর্তমানে কম পরিচিত হওয়ার একটি কারণ হয়তো তার জীবনী নিয়ে বিস্তারিত দলিলের অভাব। আমরা তার সম্পর্কে মূলত জানতে পারি, সংস্কৃত ভাষায় রচিত কিছু গ্রন্থ থেকে। ‘ভক্তি শতকম’ নামে তার একটি গ্রন্থ শ্রীলঙ্কার পরিবেণা বা বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো অধ্যয়ন করা হয়। বলা যায়, মূলত এই গ্রন্থের কারণেই রামচন্দ্রের জীবনী সম্পর্কে যৎসামান্য তথ্য এখনো সংরক্ষিত রয়েছে।

সাম্প্রতিক দেশকাল এ প্রকাশিত এই প্রবন্ধটি পড়তে ক্লিক করুন -
https://www.shampratikdeshkal.com/opinion/news/210137294/