ঢেউ খেলা

আগুন পানি ঢেউ বাতাস!
পানি  অন্ত-মুখী
আগুন সূর্য-মুখী;

বাতাস খেলে পানির পাতে
নানান  বর্ণ-ছন্দ আলপনাতে...
পানির বুকে ময়ূরী পেখম
পরী ডানা ঈগল পাখি
নানান রঙের সাপট খোলস
এমনি ধারায় ঢেউ খেলিয়া
সাগর নদী উজান ভাটি......

বাতাস খেলে আগুন নিয়ে
সাপ সাপুড়িয়া বীন বাজায়
আগুন নাচে ঢেউ খেলিয়া
হেলেদুলে সাপের ধরণ
এমনি কত ঢেউ খেলা
স্বভাব তাঁর আকাশমুখী....