বসন্তের টিপ উপল হাসান
মেঘ রোদের ডুবসাঁতার
দিতে দিতে আমি আসবো
তুমি দ্বিধা রেখোনা,
আমিও সুর্ষের মতো ঘুরছি
চির বসন্তের দেশে।
ঘরের চালের ফুটো দিয়ে
তোমার কপালের টিপ হয়ে
বসে থাকি তোমার কাছেই
দেখো--কি অপার আবেগ
অথচ তুমি আমাকে দেখো না।
কানে কানে কথা কই
প্রতিদিন সকাল -সন্ধ্যা
তুমি আমাকে ছুঁতে পারোনা,
আমি তোমার টোলপড়া গালে
শরতের পূর্ণিমা ভরে দেয়,
শান্ত শিশিরের নিরব কান্না
তুমি শুনতে পাও না?
নরসুন্দা নদের বুকে
হুহু করে জালি ঘাস
কাঁপে,কাঁপে বিস্ময়!
প্রেমে-ক্রোধে দিশাহারা
নারী নদীর মুক্তি চাই...
আলো!আলো! দেখো
তোমার গালে বসন্ত ফুটার
ছাঁট রশ্মির আলো পড়েছে।
নেদারল্যান্ডস, ১৬-২-২০২১ ইং