জ্যামিতি ও আমি
জ্যামিতি এবং আমি
এইযে, ঘর জানালা
চেয়ার- টেবিল, চাদর,
বিছানা, কাবা , কবর
এইসব চুতুর্ভুজ বিন্যাসে
সাজানো রঙবেরঙের
ছক্কা,তিন-ছ'য়ের খেলা
রহস্যময় বিজ্ঞান গ্রাসী।
আমিই যেন বিন্দু
দৈর্খ -প্রস্ত উচ্চতাবিহীন,
পিরামিডের সূক্ষ্ম শীর্ষের
অবশিষ্ট ঝিলমিল তারা।
বিন্দু কখনো এঁকে বেঁকে
মেঠোপথ বেয়ে চলে,
কখনো আমি সরল রেখায়
প্রল্মবিত নান্দনিক হাইওয়ে,
কখনো ধনুক নদীর মতোন
বক্র স্থানকালে সমান দূরত্বে
বৃওের মহিমায় সুগোল পিন্ড,
আমি তার মৌলিক ঘটনার
একফোঁটা টলমল শিশির বিন্দু
দৈর্খ-প্রস্তের নিগূঢ় তল বিস্তৃতি...।
নেদারল্যান্ডস, ৬-৩-২০২১ইং