বিদ্যুৎ সকল প্রগতির মূলকান্ড
যানবাহন, কলকারখানা মহাকাশ-
স্টেশন আর যতসব প্রযুক্তি-খেলনা
এসবই যাযাবর শাখাপ্রশাখা বিস্তার।
বিদ্যুৎ কারিশমায় হারিয়ে গেছে
প্রাচীন সন্ধ্যা-প্রদীপের আলপনা
কলা বাঁদুর ভুলে গেছে দিক-ঠিকানা
সন্ধ্যার সেই বাতিওয়ালা আর যে আসেনা।
প্রমিথিউস চুরি করে নিয়ে গেছে রূপকথা
মানুষ দেবতা প্রতিদিন চুরি করে জলবিদ্যুৎ
পরমাণু চুল্লিতে রান্না হচ্ছে বুদবুদ অন্ধকার
বিদ্যুৎ যুদ্ধ-বিগ্রহ, আবিল ষড়যন্ত্রের কারণ।
একটি আলোকিত কাঁচের বাল্ব
যেন--সচ্ছলতার পরাগ রেনু
অকাতরে প্রকান্ড বাণিজ্যিক আধার।
বিদ্যুৎ প্রগতি বিদ্যুৎ ধ্বংস বিদ্যুৎ কয়লা।