কৃষাণীর কর্ণে দুলে
কুয়াশার নত-ভার
সোনালি ধানের ছড়া;
লাল পলি শাড়ি
আঁচলে কর্ণফুলী ঢেউ
পান রাঙা ঠোঁট
চাবুকে অবসর ছায়া।
নবান্ন কত তাড়া
মৌসুমি কত সাধ
একটু সচ্ছলতা অবকাশ!

নগর গল্পের আড়ালে
অচিন এক কৃষাণী
মরমী সুরে সুরে
গুনগুন গান গায়
আয়না তুলে তুলে
মনে মনে ডাকে
কেকা! তুমি কেকা!


নেদারল্যান্ডস, ২০-১-২০২১ইং