সেই তুমি ছিলে মোর অতীত জীবনের অপরিচিতা,
কীভাবে যে হয়ে গেলে আমার সেই প্রিয় মানুষটা।
নির্জনে নিরবে ভাবি সারাক্ষণ,
সেই  তুমি মোর কত’ই আপনজন!

না দেখে, না শুনে, না জেনে, না বুঝে
দিয়েছি তোমায় আমার অবক্র পণ,
তাইতো তোমার জন্য দিয়েছি আমি
ভালবাসা নামের সর্বোচ্চ বিসর্জন।

কখনো কি ভেবেছো তুমি,
বসে নির্জনে, একাকীত্ব আলিঙ্গনে?
কতটুকু রাখতে পেরেছি আমি
তোমাকে আপন করে এই হৃদয়ের সনে।

জীবন সংগ্রামের পদার্পণ মুহূর্তে
এসেছিলে তুমি আমার একাকীত্ব জীবনে,
মিথ্যা সাজে সাজিয়ে ছিলে আমায়
তোমার মোহময় রঙে রাঙিয়ে।