নয়ন ভরিয়া দর্শন করিয়া
নাও গো আমায় আপন করিয়া,
হৃদ মন্দিরে অনুভবে দেখিতেছ তুমি যাহাকে,
পারিবে কি তুমি, আপন করিয়া নিতে তাহাকে?
যদি’ই বা পারো তুমি তাহারে রাখিতে
তোমার তরে রয় যদি তাহার ভালোবাসা,
তবে বাঁধিয়া রাখো তুমি তাহাকে
বাঁধন ছিঁড়িয়া নাহি যায় যাহাতে,
দুঃসময়ের ভালোবাসার সেই শেষ টানে।
ওহে কাল্পনিক অনুভূতির মহুয়া!
তোমারই মুগ্ধ মায়া প্রেমের টানে
আঁকিয়েছ ছবি যাহার
তোমার হিয়ার সনে,
ভাবিতেছ কি তুমি তাহাকে
হিয়ার ওই কাল্পনিক শ্রী আয়নাতে?