শীতের হাওয়া জোরে বয়ে যাও,
তুমি তো নির্দয়া নও।
মানুষ বে দরদী যেমন হে;
তোমার দংশন মেলেনা,
যদিও তোমার নিঃশ্বাস রূঢ হে!
মলিন মনে গাহি বিচ্ছেদের গান!
শুনতে পাও কি তুমি কাছে এসে?
মিতালি শুধু রয় মৈত্রের বাঁধন,
যদিও তাহা শেষে নিরব ভালবেসে।
নিঠুর হাওয়া হিমে হেমে ঢাকো.
যেমন বেঁধে ভোলার উপকার
যেমন বিঁধতে পারো নাকো;
যদিও ভালবাসার বাহুডোরে রাখো,
তবুও তত তুমি রেখো না তো,
যেমন নিঠুর বন্ধুর বিস্মৃতিভার।