বিনা দেখায় কাটিয়েছি কত প্রহর,
দেখেই যেন মনে হলো-
পূর্ণিমার আলোয় উদ্ভাসিত আমার ঘর।
এক দেখায় তো আর ভরে না এই মন,
মন চায়, চেয়ে থাকি জনম জনম।
তৃপ্ত মনে, চাই প্রতি ক্ষণে, তোমার রূপের রেশ,
তোমাকে পাওয়ার প্রতীক্ষা যেন হবেনা কভু শেষ।
তোমার ঐ কাজলাক্ষীতে নেই কোনো উপমা,
তোমাতেই হারিয়ে বিভোর আমি, ওহে প্রিয়তমা!
জীবনের পাতায় লিখেছি তোমার নাম;
হৃদ অনুভবে ওগো রবে তুমি অম্লান
তুমি বিনে মন আমার করে আনচান;
ভালবাসার পরশে তুমি দিয়ো তার দাম।
রেখেছি তোমায় হৃদয়ের গহিনে,
ছন্নছাড়া আমি, তুমি’ই বিহনে।
যেয়োনা ওগো, দিও না ফেলে আমায়,
চাই, জন্মান্তরে চাই- মোর পাশে তোমায়।
হে আমার প্রিয়তমা,
দেখেছি তোমায় যেদিন, হয়েছি মুগ্ধ সেদিন।
আমি জনমের তরে হবো তখনি ধন্য,
যখনি হবে তুমি আমার অনন্ত জীবনের জন্য।