দিন ফুরিয়ে মাস গেল
গেল মেলা বছর,
এইতো বুঝি ফুরিয়ে এল
দীর্ঘ প্রতীক্ষার প্রহর।
সম্মুখ যাত্রায় যখনি আমি
করতে যাই পদার্পণ,
কী মায়ায় জড়ালে তুমি
ছাড়তে পারিনি পিছুটান।
এতদিনও বুঝিনি আমি
এটা মোহ নাকি মায়া,
সদা অনুভবে থাকো তুমি
সর্বত্র দেখি তোমার ছায়া।
সব ভুল যদি ফুল হয়ে
ভাঙতো মোহের টান,
কাটাতাম দিন তোমায় চেয়ে
দূর করে সব অভিমান।
ধরলাম বৈঠা উজান বেয়ে
তুলবো আগামীর পাল,
অভিযোগের তীরে বিদ্ধ হয়ে
হলাম তোমার কাল।