আমার দিনগুলো কাটছে যে অগোছালো আজকাল,
মাঝ সুমুদ্দুরের বইঠা বিহীন নোঙ্গর-তোলা শব্দজাল!
আমার দিনেরা বয়ে চলছে অনন্তকাল
ভেসে ভেসে উড়ে যাচ্ছে পাল।
আজগুবি শব্দের ভীড়ে আমি খুঁজে-ফিরি
কিছু অনির্দিষ্টকালের কঙ্কাল!
আমার দিনগুলো কাটছে অগোছালো কাল-আজ,
ওলট-পালট নিঙড়ে নেওয়া আমার আমির রাজ।
আমার রাতগুলো ভীষণ ভয়ঙ্কর
যেন খুজে-ফিরে আমাকেই গ্রাস!
নিস্তব্ধতার ভীড়ে নিস্তব্ধ আমিকে
নিয়মিত কাব্যের লাস্যময়ী নিঃশ্বাস।
আমার অগোছালো দিনের অগোছালো রাত্রিগুলি;
যেন আমারি ভিন্নরূপের অমায়িক প্রতিচ্ছবির বুলি!
আমার দিনগুলো যে কাটছে বড্ড অগোছালো আজকাল,
নিয়মিত প্রতীক্ষার শেষে আমি খুঁজে-ফিরি আমার কঙ্কাল।
2022-12-03