এই নদী এখনো বেঁচে আছে,
এখনো সে রোজ নিয়ম করে সাগরের সাথে মিলিত হয়।
এই নদী এখনো বেঁচে আছে,
এখনো সে চিৎকার করে জানান দিতে পারে তাঁর অস্তিত্বের কথা।
এখনো সে ভাঙতে পারে, আবার গড়তেও পারে।
এই নদী এখনো বেঁচে।

নদীরা বেঁচে আছে আমাদের সার্থক রূপে।
নদীরা বেঁচে রয় কিছু উচ্ছ্বাসভরা তারতম্যে।
এখনো তারা যেকোনো ধরনের তুফানে ঢেউ খেলে।
নদীরা বেঁচে থাকে বেঁচে রাখবার আশায়।

কত কবি যে তুলনা করে গেল নদীকে!
কোই নদীকে নিয়ে কে লিখল?
নদীর অমন উদারতা নিয়ে কে জানালো!
কে বললো নদীকে,
আমি তোমায় ভালোবাসি?

কিন্তু নদী বেঁচে থাকে।
অমরত্বের কারণে কিংবা শুদ্ধিচারণে,
নদী বেঁচে রয় তার নিজস্ব গুণে।
নদী কখনো মরে না।
যারা মরে তারা নদী হয়ে জন্ম নেয় না।
জন্ম নেয় বাকি থাকা গল্প হয়ে।
যেন পুরনো কিছুকে প্রাপ্তি দিতেই ওদের জন্ম।
তাই নদী কখনো মরে না।
মরে না নদীর নিজস্ব গুণাবলী।
মরে না নদীর প্রতি প্রকৃতির অকৃত্রিম প্রেম।
বরং সে ভালোবেসে উজাড় করে দিয়ে যায় নিজেকে।
আর বিলীন হয় অনন্ত মহাসাগরের উদ্দেশ্যে।
যেখানে লেখা রয়েছে তাঁর অমরত্বের গল্প।
যেথায় গেলে সে অমর হয় চিরকালের জন্য।
কারণ নদী ভালোবেসে ভালোবাসায় হারিয়ে যায় মহাসাগরে।