মাথার উপর গুলি উড়ছে।
এক ঝাঁক পাখিদের আনাগোনা শেষ হয়ে আসছে।
আশপাশে কেমন যেন গুমোট গন্ধ ছড়িয়ে,
এসবের জন্যই কি আমার জন্ম!
রাজার সুনাম না করলে কি আসলেই কল্লা যায়?
সহস্র ভীড়ের পদচারণায় মুখরিত রাজপথ ভাবছে
ভাবছে সামান্য কিছু কৃষ্ণচূড়ার বদৌলতে আমি পাচ্ছি ৮৪ লক্ষ জন্মের পরের মানুষের রক্ত।
সনাতন ধর্মে একটা কথা পড়েছিলাম,
চুরাশি লক্ষ রূপে নানানভাবে জন্মের পরই নাকি মানবজাতি।
কি অদ্ভুত!
সেখানেও মানবের কি সুনাম
অথচ কর্মেরই কি দুর্নাম।
ভাইয়ের বুকে বোনের মাথা লুটিয়ে
এমন দৃশ্য তোমায় ভাবায় কখনো!
ভাবায় কি সুরক্ষাকর্তার হাতেই যখন ভবিষ্যতের দমন!