বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান,
ধিন তানা ধিন তিন বেজে ওঠে আনচান।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভুলে যাই সব,
ধুকপুকে কাশির ধুলোয় লুটে যায় সৌরভ।
মিষ্টি বাতাস হিমেল হাওয়ারা করে রব
ধিন তানা ধিন তিন ক্লান্ত দুপুর-রাত নব!
টিপটিপ, টুপটাপ, রিমঝিম বৃষ্টিস্নাত আমি,
রৌদ্রজলে শিয়ালের বিয়েও হয় খুব দামি।
ধিন তানা ধিন তিন, বৃষ্টি পড়ে টাপুরটুপুর,
মৃদু আওয়াজে দামামা বাজে নৃত্য-নুপুর।
ধিন তানা ধিন ধিন, ধিন ধিনি ধিনে ধিন,
রূপক গল্পের রূপকথার ভীড়ে নাগ-নাগিন!
ধুকপুকে রঙমশালের দামামা বাজিয়ে দিগবিদ্বিক,
আমি হেঁটে চলি বৃষ্টির মতোন টুপটাপটিপচিক।
ভালো লাগে বৃষ্টি,
ভালো লাগে বৃষ্টিতে মাখা মাটি,
ভালো লাগে বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ।
আমি খুঁজে যাই,
আমি পেয়ে হারাই,
আমার হৃদমাঝারে তুমি লেগে থাকা রন্ধ্র!
আমি ভালোবাসি আমার নিয়মের কানুনে গড়া অনিয়ম,
আমি ভালোবাসি আমার ভালোবাসার প্রিয়-অপ্রিয় আলিঙ্গণ।