বিশ্বাস করো,
আমি অন্য রকম মেয়ে।
তোমার দেখা আধুনিক মেয়েদের সাথে
আমায় মেলাতে পারবেনা।
ফারাক আছে ব্যাপক
তবে ফাকি নেই কোথাও বিন্দুমাত্র।
চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া
হয়তো হবেনা।
সমস্ত উজাড় করে ভালবাসিনি
তবে করুণা করিনি কক্ষনো।

হৃদয়হীনা?
জানিনা,
এ হৃদয়ে ভালোবাসা ধরেনা।
কিন্তু, ভুলেও
ঘৃণা কিংবা ক্ষোভ জমাইনি।

তখনো তোমার বুকের ভালবাসা
মুখে ভাষা পায়নি,
সেই তখন তোমার চোখের ভাষা
পড়ে  নিয়েছিলাম এক পলকে।
সেই চোখে নিজেকে সুলভ দেখতে চাইনি।
তাই বলে,
তোমার ভালবাসা পায়ে দলে যাইনি।
তোমার চোখে তৃষ্ণা  ছিল কিনা কে জানে,
আমার চোখে তাচ্ছিল্য  ছিল না।

তোমাদের প্রয়োজনে
প্রতিদিন
নিজেকে ভাঙ্গি, নিজেকে গড়ি,
তোমাকে পাওয়া হয়না আমার।
দুঃখ নেই,
ভাঙ্গা গড়ার এ খেলায়
নিজেকে নদীর মত পাই।
এ কূল ভাঙ্গে তো ও কূল গড়ে।


সৃষ্টিকর্তার দান সত্যি আছে জীবনে আমার
কখনো
শুন্যতায় বিলীন হতে হয়নি।
রাতের শেষে প্রভাতের মতো
আমার আপন স্বত্তাকে
নতুনরূপে উদ্ভাসিত হতে দেখি
প্রতিনিয়ত

আমার আমিকে নিয়েই আমার পথচলা
গন্তব্যহীন নয়,
তবে ঠিকানা বিহীন।